Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আমদানি রফতানি গাড়ি চলবে অন্যসব বন্ধ : সিএমপির নির্দেশনা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ৭:৩১ পিএম

চট্টগ্রাম বন্দরমুখী আমদানি-রফতানি পণ্যবাহী সব ধরনের যানবাহন এবং সেইসাথে জরুরি সেবা, চিকিৎসায় নিয়োজিত যানবাহন ছাড়া চট্টগ্রাম নগরীতে সব ধরনের যানবাহন ও ব্যক্তি প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সোমবার রাত ১০টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে। এ লক্ষ্যে নগরীর পাঁচটি প্রবেশ পথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। এর আগে সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশনা জারি হয়। মহামারী রূপে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ ঠেকাতে মূলত চট্টগ্রামকে অবরুদ্ধ করে ফেলা হচ্ছে।
এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে রাস্তায় নামায় গত দুই দিনে নগরীতে মোটর সাইকেল, প্রাইভেট কার, পিকআপসহ দুই শতাধিক যানবাহন আটক করেছে ট্রাফিক পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ