প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারত জুড়ে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড তারকারা। এবার বাংলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড বাদশা। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ২০০ কোটি টাকার ত্রাণ তহবিলে শাহরুখ একাই দিচ্ছেন আড়াই কোটি টাকা।
নবান্ন সূত্রে খবর, শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন শাহরুখ জানান, করোনা মোকাবিলায় রাজ্যে যে ২০০ কোটি টাকার ত্রাণ তহবিল তৈরি হয়েছে, তাতে তিনি আড়াই কোটি টাকা অনুদান হিসাবে দেবেন।
করোনা মোকাবিলায় এ রাজ্যের জন্য আড়াই কোটি টাকা দেওয়ার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ হাজার PPP কিট দেওয়ার কথাও জানিয়েছেন কিং খান। এদিকে করোনা মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়ানোর জন্য শাহরুখকে টুইট করে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।