Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাটমোহরে চাঁদপুর থেকে ইটভাটার ২২ শ্রমিক আসায় আতংক

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৯:১৪ পিএম

পাবনার চাটমোহরে ইটভাটায় কাজের ২২ জন শ্রমিক গ্রামে ফিরে আসায় ২টি গ্রামে চরম আতংক বিরাজ করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গ্রাম দুটিতে মাইকিং করে সকল শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, ২২জন শ্রমিক চাঁদপুর জেলার মতলব উপজেলার নন্দলালপুর এলাকায় একটি ইটভাটায় কাজ করতো। এসকল শ্রমিকদের বাড়ি উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নবীন ও চরনবীন গ্রামে। নবীন গ্রামের মিজানুর রহমান ও আঃ হামিদ এবং চরনবীন গ্রামের জামাল উদ্দিন এদের সর্দার। করোনা ভাইরাসের কারণে ইটভাটায় কাজ বন্ধ করা হলে তারা একটি ট্রাক ভাড়া করে ট্রাকের মধ্যে বসে উপরে ত্রিপল দিয়ে চাটমোহরে আসেন। এলাকায় এসকল শ্রমিক আসার পর আতংকের সৃষ্টি হয়। গ্রামবাসী প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেনকে ব্যবস্থা নিতে বলেন এবং দুটি গ্রাম পুলিশ পাঠানো হয়। হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন বিষয়টি জানার পরই দু’টি গ্রামে মাইকিং করে আগত ২২জন শ্রমিককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন এবং তা মানা না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ