প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এ পর্যন্ত প্রায় ১৮০০ পরিবারকে ১০ দিনের খাদ্যসামগ্রী দিয়েছেন জনপ্রিয় নায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল। এবার একই কাজে এগিয়ে এলেন এই নায়কের স্ত্রী নায়িকা বর্ষা। গত ৩ এপ্রিল মোহাম্মদপুরে তাদের বাসার সামনে ৩৫০ মানুষের হাতে তুলে দেয়া হয়েছে খাদ্য ও জীবাণুনাশক সামগ্রী। মোহাম্মদপুর থানার সহযোগিতায় এগুলো বিতরণ করেছেন অনন্ত জলিল এবং তার ছোট্ট দুই ছেলে আরিজ ও আবরার। এদিকে গতকাল বর্ষার দেশের বাড়ি সিরাজগঞ্জে ৫০০ পরিবারের মধ্যে একইভাবে সামগ্রী বিতরণ করেন বর্ষা। অনন্ত জলিল বলেন, ‘করোনাভাইরাস যেন সংক্রমণ না হয়, এ জন্য আমরা মোহাম্মদপুর থানায় ত্রাণ কার্যক্রমটির বিষয় অবহিত করি। তারাই ৩ ফুট দূরত্ব তৈরি করে সুন্দরভাবে আয়োজনটি সম্পন্ন করেন।’ তিনি বলেন, ‘এর আগে আমি প্রায় ১৮০০ পরিবারকে খাবার সামগ্রী দিয়েছি। যা মূলত বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে। তাই বর্ষা আমাকে বলল, ‘অনেক জায়গায় দেয়া হয়েছে, এবার আমাদের এলাকার মানুষদের পাশে দাঁড়ানো দরকার।’ তার এ প্রস্তাবের সূত্র ধরে মোহাম্মদপুরে এ আয়োজন করা হয়।এছাড়া বর্ষা তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।’ উল্লেখ্য, গত ২৭ মার্চ বিএফডিসিতে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন অনন্ত। এরপর আরও দুইবার সেখানে একই কার্যক্রম চালিয়েছেন। সেখানে সহযোগিতা করেছে চলচ্চিত্র শিল্পী, পরিচালক ও প্রযোজক সমিতি। এছাড়াও তিনি তার কারখানার এলাকা সাভারের হেমায়েতপুরে একটি মসজিদে ৫ লাখ টাকা দান করেছেন। সেখানেও খাদ্যসামগ্রী বিতরণ করেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।