প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ফরিদুর রেজা সাগরের পরিকল্পনা ও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হওয়া আলোচিত অনুষ্ঠান ৩০০ সেকেন্ডের সাফল্যের ধারাবাহিকতায় একই ৩০০০ সেকেন্ড নামে আরেকটি অনুষ্ঠান করছে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তারকা দম্পতি অনন্ত জলিল এবং বর্ষা। তাদের সঙ্গে ছিলেন চিত্রপরিচালক কাজী হায়াৎ, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, মালেক আফসারী এবং রায়হান রাফী। সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ধারণ করা হয়। ৩০০ সেকেন্ড এবং ৩০০০ সেকেন্ড অনুষ্ঠানের প্রযোজক সেহাঙ্গল বিপ্লব। তিনি বলেন, অনন্ত জলিল-বর্ষা তাদের অভিনীত নির্মাণাধীন দিন দ্য ডে সিনেমা প্রসঙ্গে কথা বলেন। এছাড়া তারা দুজনে তাদের ফিল্ম ক্যারিয়ার, দাম্পত্য জীবন, চলচ্চিত্র প্রযোজনা এবং সিনেমার ভবিষ্যৎ নিয়েও আলোচনায় করেন। অনন্ত-বর্ষার সঙ্গে আলোচনায় ভিন্নমাত্রা যোগ করেন কাজী হায়াৎ, প্রযোজক খসরু, মালেক আফসারী এবং রায়হান রাফী। তারা নিজেদের মতো করে সিনেমার সমস্যা ও সমাধানের উপায় আলোচনায় তুলে ধরেন। অনুষ্ঠানটির অভিনেতা-উপস্থাপক জয় বলেন, ৩০০ সেকেন্ড অনুষ্ঠানটি দর্শক সানন্দে গ্রহণ করেছেন। দেখলাম, চাইলে অল্প সময়ে অনেক কিছু বলা সম্ভব। এ অনুষ্ঠানের সাফল্যের অনুপ্রেরণায় ৩০০০ সেকেন্ডের জন্ম। এ অনুষ্ঠানের ভাবনা ফরিদুর রেজা সাগর ভাইয়ের মাথা থেকে এসেছে। কয়েকটি পর্ব এর আগে প্রচার হয়েছে। এ অনুষ্ঠানটিও দর্শন ভালোভাবেই গ্রহণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।