Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় বিকেল ৫টার পর বাজার-মুদি দোকান বন্ধের নির্দেশ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৪:৩৫ পিএম

খুলনায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন বিকেল ৫টার পর বাজার, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নিত্যপণ্যের এসব বাজার-দোকান এখন খোলা থাকবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত। রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব ফলপ্রসূভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগরে রোববার বিকেল ৫টার পর নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দোকান, সব বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক এর আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরের রূপসা সন্ধ্যা বাজার ও কেসিসি সন্ধ্যা বাজার রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ