বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার প্রভাবে ময়মনসিংহে কর্মহীন হয়ে পড়া ১৫ হাজার পরিবারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে এসব খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হয়।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যক্তিগত সহকারী সারোয়ার জাহান সৌরভ।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে মধ্যে রয়েছে- দশ কেজি চাল, তিন কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি পিয়াঁজ ও একটি সাবান দেয়া হয়।
সৌরভ আরো জানান, শনিবার বিকেলে প্রথম পর্যায়ের খাদ্য সামগ্রীর ৫ হাজার প্যাকেট ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে দেড় হাজার প্যাকেট ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুকে দেয়া আছে। বাকি সাড়ে ৩ হাজার প্যাকেট জেলার উপজেলায় বিতরণ করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরো দশ হাজার পরিবারে পর্যায়ক্রমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।