বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস (কেভিড-১৯) আক্রান্ত সন্দেহে মৌলভীবাজার শ্রীমঙ্গল ও বড়লেখা থেকে দু’জন ভর্তি হয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে শনিবার সকালে বড়লেখার এক যুবক ও সন্ধ্যায় শ্রীমঙ্গলের কিশোরীকে এই হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। এই দু’জনসহ মোট তিনজন শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিন জনের মধ্যে সিলেটের মধ্যবয়স্ক ব্যক্তি শুক্রবার ভর্তি হয়েছেন। আর বড়লেখার যুবক ভর্তি হয়েছেন সকালে। এই দুইজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আর শ্রীমঙ্গলের কিশোরী সন্ধ্যায় এসে ভর্তি হয়েছেন। তার নমুনা রোববার ঢাকায় পাঠানো হবে। এদের একেকজন একেকধরণের সমস্যায় ভূগছেন। কারো শ্বাসকষ্ট, কারো জ্বর, সর্দি-কাশি তো আছেই। এদিকে, শ্রীমঙ্গলের কিশোরীকে শামসুদ্দিন হাসপাতালে প্রেরণের পর উপজেলা প্রশাসন থেকে ওই কিশোরীর এলাকায় চলাচল সীমিত করে তার বাড়িতে যাবার রাস্তার মুখে লাল পতাকা লাগিয়ে দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইসার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘মেয়েটির স্বাসকষ্ট রোগ ছিল, তাই আমাদের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহম্মেদ হাসপাতালে পাঠিয়ে দেই। এছাড়া শুক্রবার ওই মেয়েটির পাশের বাসায় একজন পুরুষ মারা যায়। যদিও মৃত ব্যক্তির শরীরে করোনার কোন উপসর্গ ছিল না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।