বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রোববার ভোররাতে জ্বর ও গলাব্যথায় আক্রান্ত হয়ে মাদারীপুরের কালকিনিতে এক ব্যক্তি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলে আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের বাসিন্দা। তার বয়স হয়েছিল ৫০ বছর।
স্থানীয়রা ও পুলিশ জানান, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে শরীরে জ্বর ও গলাব্যথা নিয়ে অসুস্থ্য হন ওই ব্যক্তি। এসময় তারা স্থানীয় একজন চিকিৎসককে ডেকে আনলে তিনি কিছু ঔষধ দেন। পরবর্তীতে ভোরে রাতে সালাম ফকির মারা যায়। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়ে তার নমুনা সংগ্রহ করে। এই নমুনা পরীক্ষার জন্যে আইইডিসিআর-এ পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।