বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রবাসী কর্মীরা অনলাইনে ভিসা নবায়নের সুযোগ পাচ্ছে। যে সব কর্মী দেশটির বাইরে রয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে তারাও বিনা খরচে ভিসা নবায়নের সুযোগ পাবে। এতে অনেক অভিবাসী কর্মীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। ওমান থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে ওমানের সরকারি বেসরকারি অফিস আদালত সবকিছু বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এমতাবস্থায় ভিসার মেয়াদ শেষ হওয়ায় অনেক প্রবাসী ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার দেশটির সরকার প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়নের সুযোগ দিয়েছে। এখন থেকে রয়্যাল ওমান পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা।
ওমান পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতিতে কারও থেকেই বিলম্ব ফি/গ্যারামা নেয়া হবে না। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আরওপি অস্থায়ীভাবে তার পরিসেবাগুলি স্থগিত করার পরে এমন সিদ্ধান্ত নেয়া হয়। তিনি জানান, রেসিডেন্সি ভিসা নবায়ন করতে আরওপি এর সীল প্রয়োজন হবে না, পর্যটকরাও অনলাইনে তাদের ভিসা বাড়িয়ে নিতে পারেন।
জানা গেছে, অনলাইন নবায়ন ব্যবস্থাটি বর্তমানে যারা ওমানের বাহিরে আছেন, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক প্রবাসী আছেন যারা বিমানবন্দর বন্ধ থাকায় দেশে গিয়ে আটকা পড়েছেন।
তবে এই মুহুর্তেই যারা ওমানের বাহিরে আছেন তাদের এখনই নবায়ন না করে ওমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরে অনলাইনে ভিসা নবায়নের পরামর্শ দেন। বিলম্বের জন্য কোনো জরিমানা গুনতে হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।