রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ রয়েছে। গতকাল শুক্রবার ভোরে নাচোল উপজেলার সোনাইচন্ডী থেকে তাদের আটক করা হয়। ৪৩ বিজিবি’র রহনপুর কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল বাছেদ জানান, গতকাল শুক্রবার ভোরে নাচোল উপজেলার সোনাইচন্ডী থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত ইব্রাহিমের মেয়ে সাবিনা (৩০), বগুড়ার শেরপুর উপজেলার নাটুয়াপাড়ার মৃত কাজিম শেখের মেয়ে রেবেকা (৪৮) ও মোটর সাইকেল চালক নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের আব্দুল ইসলামের ছেলে সুজন (২২) কে ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় বিজিবি একটি ১০০ সিসি হিরো মোটরসাইকেল, ৩টি মোবাইল সেট, ২ হাজার টাকা জব্দ করা হয়। আটকৃত মালামালের মূল্য প্রায় ১ লক্ষ ৭১ হাজার ৯শ’ ৫০ টাক বলে বিজিবি জানায়। আটককৃতদের নাচোল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।