Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ ও আড়াইহাজারে ফেনসিডিলসহ আটক ৩

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

শিবগঞ্জ ও আড়াইহাজারে ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সংক্রান্ত আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে গতকাল বুধবার ১ হাজার ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলোÑ সদর উপজেলার চকলামপুর গ্রামের দবির বিশ্বাসের ছেলে মামুন আলী (৩৮) ও গোমস্তাপুর উপজেলার তিন ঘরিয়া গ্রামের মালিন আলীর ছেলে বাবু (২৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এসআই নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের বালুচর এলাকায় অভিযান চালিয়ে ট্রলিতে থাকা ৫৫০ বোতল ফেনসিডিলসহ বাবুকে আটক করা হয়। অপরদিকে একই সময় এসআই গোলাম রসুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পুরাতন বাররশিয়া ঈদগাহ মাঠ থেকে অভিনব কায়দায় পাচারের সময় ট্রলিতে রক্ষিত ১ হাজার ৫০ বোতল ফেনসিডিলসহ মামুন আলীকে আটক করা হয়। এ সময় একটি ট্রলি জব্দ করা হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, আড়াইহাজারে শীর্ষ মাদক বিক্রেতা হৃদয়কে ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বান্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আয়নালের ছেলে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দীর্ঘদিন ধরে সে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবগঞ্জ ও আড়াইহাজারে ফেনসিডিলসহ আটক ৩
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ