বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান উপেক্ষা করে রাজশাহীর রাস্তায় নামছে অনেক মানুষ ও যানবাহন। তা নিয়ন্ত্রনে শনিবার সকাল থেকে কঠোর অবস্থান নিয়ে যানবাহন অনেকটাই নিয়ন্ত্রনে এনেছে সেনাবাহিনী ও পুলিশ। রাজশাহী জিরো পয়েন্টসহ বিভিন্নস্থানে সেনাবাহিনী টহল দিচ্ছেন। এ সময় সব ধরনের যানবাহন আটকে বাসায় ফিরে যেতে বলা হয়। পাশাপাশি জনগণকে ঘরে ফিরে যেতে বলা হয়। একে রাস্তা ফাঁকা হয়ে বেশ খানিকটা নিয়ন্ত্রণে আসে।
এদিকে রাজশাহী মহানগরীর তালাইমারি, কামরুজ্জামান চত্বর, কাশিয়াডাঙ্গা, সাহেববাজার, কাঁটাখালিসহ প্রায় মোড়ে পুলিশের চেকপোস্ট সাইনবোর্ড দিয়ে অভিযান চালাচ্ছে, জানিয়েছেন আরএমপির উপ পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস।
তিনি জানান, করোনাভাইরাস থেকে রাজশাহীবাসীকে রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে আরএমপি। নগরীতে যানবাহন ও জনসমাগম নিয়ন্ত্রনে আরএমপি এসব চেকপোষ্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করছে।
রাজশাহীর সাধারণ মানুষ মনে করছেন, যানবাহন নিয়ন্ত্রণে আনা গেলে অযথা সাধারণ মানুষ রাস্তায় নামতে পারবে না। এতে করে সামাজিকভাবে করোনা নিয়ন্ত্রণে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।