মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একজন বাসযাত্রী কাশি দিচ্ছিলেন। ফেসবুক লাইভে এসে এমন করতে নিষেধ করেছিলেন ওই বাসের চালক। কিন্তু শেষ পর্যন্ত ওই বাসচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জেসন হারগ্রোভ নামের ৫০ বছর বয়সী ওই মার্কিন নাগরিক ১ এপ্রিল কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান। এর দুই সপ্তাহ আগে হারগ্রোভের ডেট্রয়েট বাসে একজন যাত্রী মুখ না ঢেকে তার ওপর পাঁচবার কাশি দেয়। এসময় তিনি ওই যাত্রীকে তার মুখ ঢেকে কাশি দিতে অনুরোধ করেন। ডেট্রয়েট বাসচালকদের ইউনিয়নের এক মুখপাত্র বলেছেন, ২১ মার্চ এই যাত্রীর সংস্পর্শে আসার চারদিন পর অসুস্থবোধ করা শুরু করেন হারগ্রোভ। তাকে কোয়ারেন্টিনে রাখা হয়, সেখানে তার স্বাস্থ্য অবস্থার অবনতি ঘটলে বুধবার মর্মান্তিক মৃত্যু হয় তার। ইন্টারনেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।