Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে ২৮ জনকে ৫৭ হাজার টাকা জরিমানা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৬:০৪ পিএম

করোনা প্রতিরোধে সরাকারী নির্দেশনা মোতাবেক সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাড়ীতে অবস্থান করতে বলা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এরপরেও সামাজিক দূরত্ব বজায় না রেখে অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করার জন্য গত ২৪ ঘন্টায় শেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ নানা অভিযোগে মোট ২৮ জনকে ৫৭ হাজার ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এরমধ্যে ৯জন ব্যবসায়ী রয়েছে। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা সামাজিক দূরত্বস বজায় না রেখে নিয়ম ভঙ্গ করে মালামাল বিক্রি করে আসছিল। বিষয়টি অদিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নমিতা দে নিশ্চিত করেন। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। সামনে কঠিন সময়, এসময়ে কোন অবস্থাতেই সামজিক দূরত্ব সিথিল করা যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
৫ নভেম্বর, ২০২২
২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ