Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের মানুষকে ঘরে রাখতে সেনা র‌্যাব পুলিশের বিরামহীন চেষ্টা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৩:৩১ পিএম | আপডেট : ৩:৫৫ পিএম, ৪ এপ্রিল, ২০২০

সিলেটবাসীকে প্রাণঘাতি করোনাভাইরাসের ছোবল থেকে নিরাপদ রাখতে গত ৯ দিন থেকে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনা, র‌্যাব ও পুলিশ বাহিনী। সচতেনতার জন্য মাইকিং, ঘর ফেরার জন্য বিনয়ী আহবান, ক্ষেত্র বিশেষে কঠোরভাবে নির্দেশ তাগিদ দিচ্ছেন তারা। অঘোষিত লকডাউনের সময় মানুষ যাতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকে এবং হোম কোয়ারেন্টিনে থাকা লোকজন নিয়ম মেনে চলে সেদিকেও সর্তক আইনশৃঙ্খলা রক্ষাকারী এই তিন বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৪ এপ্রিল) সিলেট নগরের বন্দরবাজারে সেনাবাহিনীকে সচেতনতামূলক মাইকিং করতে দেখা গেছে। দুপুর ১২টার সময় সেনাসদস্যরা মাইকিং করেন। এসময় তারা লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেন। পরামর্শ দেয়া হয় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকারও। এছাড়াও প্রতিদিন দুপুরে নগরসহ বিভিন্ন এলাকায় একাধিক গাড়ি ও মোটরসাইকেলের গাড়িবহর নিয়ে টহল দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ এর একাধিক টিম। এসময় তারা সচেতনতামূলক মাইকিংও করেন। অপরদিকে, এসএমপি'র সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে মহানগরের সকল এলাকায় প্রতিদিন সকাল-বিকাল সচেতনতামূলক মাইকিং করা হয়।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৪ এপ্রিল, ২০২০, ৪:২৮ পিএম says : 0
    ফিক আওয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সময় দরকার ছিল কঠোর সিদ্ধান্ত। দেশের মানুষের জীবনের স্বার্থে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া বাচাতে জরুরী ছিল কারফিও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক বাহিনী র‍্যাব পুলিশ লক্ষ লক্ষ আইন শৃংখলা বাহিনী বীর সৈন্যদের রাতদিন পরিকল্পনা শ্রম আহবান আদেশ নির্দেশ শত চেষ্টার পর ও মানুষ ভয়ংকর ভাইরাসের আক্রান্ত বিষয়ে আমলে নিচ্ছেন না। বঙ্গবন্ধুর কন‍্যার গুরুত্বপূর্ণ নির্দেশনা সত্বেও মানুষের নানা অজুহাতে রাজপতে বাজারে আড্ডায় চা দোকানে। যুক্তি দরিদ্র হত দরিদ্রের কি হবে। গরিবের জন‍্য মানবিক চিন্তা রাষ্ট্র পরিকল্পনা করবে। এই ভাইরাস চীন থেকে বিশ্বের সহা পরাশক্তিশালী দেশ ফ্রাস ইতালি স্পেন জার্মানি আমেরিকাতে লাশের পর লাশের মিছিল আক্রান্ত হচ্ছেন ডাক্তার সামরিক পুলিশ বাহিনীর কর্মকর্তা। দক্ষিণ এশিয়াই মহাবিপদ সংকেত জাতীয় সংঘ কতৃক। এখন ঔষধ বাড়িতে নিরাপদে থাকা কঠোর নির্দেশ কেন মানছেন না। সিলেটের মানুষ ঘরে রাখতে। ঢাকা চট্টগ্রামের মানুষ কে ঘরে রাখতে জীবন জীবনের ঝুঁকিপূর্ণ সময়ে এত ভালোবাসা দরকার কি?????। জ্ঞান তখন পিরবে যখনই লাশের মিছিল হবে। সেনাবাহিনী পুলিশ আক্রান্ত হবে। বঙ্গবন্ধু কন‍্যার জরুরী সিদ্ধান্ত নিতে হবে। মানুষের জীবন বাচানোর স্বার্থে আক্রান্ত হওয়া থেকে বাচানোর স্বার্থে কারফিও। শাসন শাসন আর শাসন। বিরোধীরা মীরজাদীর কাছে করোনার লাশের মিছিল নাই কেন গালাগাল দিচ্ছেন। হয় বিশ্ব বাস্তবতা উপলব্দি করতে হবে। না হয় লক্ষ লক্ষ সেনাবাহিনী র‍্যাব পূলিশ বাহিনী আমাদের মত শান্ত নিরাপদ বাড়িতে পরিবারের সাথেই থাকূক। দেশের জাতির বিবেক সাংবাদিক সমাজ বুদ্ধিজীবী নীতি নিদ্ধারনী জাতীয় নেতৃবৃন্দ গভীরভাবে বিচক্ষন সিদ্ধান্ত নিন। জনগনের জীবন বাচানোর অদৃশ্য শক্তির বিরুদ্ধে কৌশলী যুদ্ধ শান্তির স্বার্ধে একমাত্র চিকিৎসা কারফিও আমার ক্ষুদ্র মতামত শত ভুলে ভরা হলে রাষ্ট্রের নিকট ক্ষমাপ্রার্থী। আল্লাহ্ আমাদের কে বূঝার তৌফিক দিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ