বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটবাসীকে প্রাণঘাতি করোনাভাইরাসের ছোবল থেকে নিরাপদ রাখতে গত ৯ দিন থেকে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেনা, র্যাব ও পুলিশ বাহিনী। সচতেনতার জন্য মাইকিং, ঘর ফেরার জন্য বিনয়ী আহবান, ক্ষেত্র বিশেষে কঠোরভাবে নির্দেশ তাগিদ দিচ্ছেন তারা। অঘোষিত লকডাউনের সময় মানুষ যাতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকে এবং হোম কোয়ারেন্টিনে থাকা লোকজন নিয়ম মেনে চলে সেদিকেও সর্তক আইনশৃঙ্খলা রক্ষাকারী এই তিন বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৪ এপ্রিল) সিলেট নগরের বন্দরবাজারে সেনাবাহিনীকে সচেতনতামূলক মাইকিং করতে দেখা গেছে। দুপুর ১২টার সময় সেনাসদস্যরা মাইকিং করেন। এসময় তারা লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেন। পরামর্শ দেয়া হয় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকারও। এছাড়াও প্রতিদিন দুপুরে নগরসহ বিভিন্ন এলাকায় একাধিক গাড়ি ও মোটরসাইকেলের গাড়িবহর নিয়ে টহল দেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯ এর একাধিক টিম। এসময় তারা সচেতনতামূলক মাইকিংও করেন। অপরদিকে, এসএমপি'র সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে মহানগরের সকল এলাকায় প্রতিদিন সকাল-বিকাল সচেতনতামূলক মাইকিং করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।