Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে জনগণ ও পুলিশের মধ্যে প্রচ- অবিশ^াস রয়েছে : ওবামা

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রে এখনও পুলিশ ও জনগণের মধ্যে অবিশ^াসের ঘোর কাটানো যায়নি। হোয়াইট হাউজে আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের নেতৃস্থানীয় সদস্যদের সঙ্গে প্রায় চারঘণ্টাব্যাপী বৈঠকের পর বলেন, এখনও এই দু’পক্ষের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা অবিশ্বাসের প্রশমন ঘটানো সম্ভব হয়নি। ওবামা বলেন, আমরা এখনও সেখানে যেতে পারিনি যেখানে অশ্বেতাঙ্গ সম্প্রদায়, মর্যাদা, পারস্পরিক সম্মান বোধ এবং সমতার সঙ্গে পরিষেবায় নিয়োজিত পুলিশ বিভাগের প্রতি আস্থা রাখতে পারে। তিনি বলেন, আমরা সেখানেও পৌঁছাইনি যেখানে পুলিশ বিভাগও সকল স্তরে পর্যাপ্ত সমর্থন পেতে পারে। প্রেসিডেন্ট বলেন, তিনি একটি কক্ষে বিভিন্ন ধ্যান-ধারণা সম্বলিত লোকজনকে আনতে চেয়েছিলেন, যাতে তারা পরস্পরের কথা শুনতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে পুলিশ ও কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে একাধিক দূর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রিক্ষেতে এই বৈঠক অনুষ্ঠত হয়। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে জনগণ ও পুলিশের মধ্যে প্রচ- অবিশ^াস রয়েছে : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ