Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাক-ভারত শান্তি আলোচনায় জাতিসংঘের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান-ভারত শান্তি আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতার যে প্রস্তাব জাতিসংঘ প্রধান বান কি মুন দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। গেরিলা নেতা হত্যাকে কেন্দ্র করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যখন প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে তখন এ প্রস্তাব দেয়া হলো। প্রেস ব্রিফিং’এ পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া আরো বলেন, এ ক্ষেত্রে হস্তক্ষেপ করা এবং সমস্যা নিরসন করা জাতিসংঘের দায়িত্ব। এ ছাড়া, জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়নেও বিশ্ব সংস্থাটির একটি ভূমিকা নেয়া উচিত বলে জানান তিনি। পাশাপাশি কাশ্মিরের ঘটনাবলীকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে নয়াদিল্লি সরকার যে দাবি করেছে তাও নাকচ করে দেন তিনি। কাশ্মিরে নতুন করে সহিংসতা এবং কাশ্মিরের মানুষের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হত্যাকা-ের কঠোর নিন্দাও জানান তিনি। তিনি বলেন, কাশ্মিরের পরিস্থিতিকে অভ্যন্তরীণ বিষয় বলতে পারে না ভারত। জম্মু ও কাশ্মিরের ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় বরং জাতিসংঘের আওতাধীন আঞ্চলিক সমস্যা বলেও দাবি করেন তিনি। এর আগে জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক দেশ দুইটির মধ্যে মধ্যস্থতার জন্য জাতিসংঘ মহাসচিবের দফতর ব্যবহারের স্থায়ী প্রস্তাব দেন। অবশ্য তিনি বলেন, উভয় পক্ষ মধ্যস্থতা মেনে নিতে প্রস্তুত থাকলেই কেবল জাতিসংঘ মহাসচিবের দফতর ব্যবহার করা যায়। কাশ্মির ইস্যুতে ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর সে কারণে শুধু ভারত নিয়ন্ত্রিত কাশ্মির নিয়েই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন তিনি। পার্সটুডে, এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাক-ভারত শান্তি আলোচনায় জাতিসংঘের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ