মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য আসামের চা বাগান থেকে সংরক্ষিত ৬ হাজার ব্যাগ সবুজ চা পাঠানো হয়েছে। সঙ্গে একটি চিঠি। যাতে লেখা রয়েছে, এই তাজা চা পান করে নিজের বর্ণবাদী মনকে বিশুদ্ধ করুন। গত মঙ্গলবার কলকাতাভিত্তিক টি-এ-মি নামের এক চা কোম্পানি নিউইয়র্কে ট্রাম্পের ঠিকানায় ওই চায়ের চালান পাঠিয়েছে। ট্রাম্পকে পাটানো চায়ের সঙ্গে একটি চিঠিও রয়েছে, যাতে লেখা রয়েছে : ‘জনাব ট্রাম্প, ভারতবাসীর পক্ষ থেকে নমস্কার। আমরা আপনাকে প্রচুর পরিমাণ সবুজ প্রাকৃতিক চা পাঠালাম। এই চা আপনার ক্ষতিকর চরমপন্থি ধ্যান-ধারণা বিনাশে সহায়তা করবে। এটি পান করলে আপনার দেহ মন পরিশুদ্ধ হয়ে ওঠবে। পাশাপাশি এটি আপনার স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করবে। পৃথিবী ও যুক্তরাষ্ট্রের দোহাই, আপনি এই চা পান করুন এবং বিশুদ্ধ হয়ে উঠুন। এ সম্পর্কে গত বুধবার ওই কোম্পানির এক কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন। আমরা তাকে থামাতে পারছি না। কিন্তু আমরা চাই তার মানসিকতার পরিবর্তন হোক। আমাদের ধারণা সবুজ চা তাকে বিশুদ্ধ হতে সাহায্য করবে। আর এমনটি হলে গোটা পৃথিবী উপকৃত হবে। টাইমস অফ ইনডিয়া।
উত্তেজনা না বাড়িয়ে সমস্যার সমাধান করা যেতে পারে : ওয়াশিংটন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।