Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াল কিংবদন্তি বেনিতোর চিরবিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার গোয়ো বেনিতো মারা গেছেন। গতপরশু এক বিবৃতিতে ৭৩ বছর বয়সী বেনিতোর মৃত্যুর খবর জানায় রিয়াল। গত এক দশক ধরে তিনি অসুস্থ ছিলেন, ‘ক্লাব ইতিহাসের অন্যতম কিংবদন্তি’কে হারানোয় শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি।’
মাত্র ১৬ বছর বয়সে রিয়ালের একাডেমিতে যোগ দেওয়া বেনিতো ১৯৬৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত খেলেন ম‚ল দলে। ১৩ মৌসুমে ছয়বার জিতেন লিগ শিরোপা, কোপা দেল রে জিতেন পাঁচবার। ক্লাবের হয়ে ৪২০টি ম্যাচ খেলা বেনিতো স্পেনের হয়ে খেলেছেন ২২ ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল-কিংবদন্তি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ