Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

১৯০ কোটি ডলার পাবে উন্নয়নশীল দেশগুলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে জরুরি স্বাস্থ্য সহযোগিতা ও শক্তিশালী করার ১৯০ কোটি ডলার ঋণ সহযোগিতা দেবে বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকরা এই পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। করোনা মোকাবিলায় সংস্থাটির এটি প্রথম প্রকল্প। এতে ২৫টি উন্নয়নশীল দেশকে সহযোগিতা দেওয়া হবে। বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, ফাস্ট-ট্র্যাক সুবিধার আওতায় এই আর্থিক সহযোগিতা দেওয়া হবে। সংস্থাটি দ্বিতীয় ধাপে ৪০টিরও বেশি দেশকে সহযোগিতার পরিকল্পনা করছে। কোভিড-১৯ মোকাবিলায় আগামী দেড় বছরে ১৬০ বিলিয়ন ডলার সহযোগিতা দিতে প্রস্তুত। সংস্থার প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে বিশ্ব ব্যাংক বিস্তৃত ও দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আমরা উন্নয়নশীল দেশগুলোর সামর্থ্য বৃদ্ধির জন্য কাজ করছি যাতে করে মহামারির পর দ্রুততম সময়ে অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধার সম্ভব হয়। সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে বেশি। বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক প্রকল্পের আওতায় আফ্রিকার ইথিওপিয়া ৮২ মিলিয়ন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ৪৭ মিলিয়ন ডলার পাবে। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশ মঙ্গোলিয়া পাবে ২৬.৯ মিলিয়ন, কম্বোডিয়া ২০ মিলিয়ন ডলার। ইউরোপ ও মধ্য এশিয়ার তাজিকিস্তান ১১.৩ মিলিয়ন, কিরঘিজ রিপাবলিক ১২.১৫ মিলিয়ন ডলার, লাতিন আমেরিকার হাইতি ২০ মিলিয়ন, ইকুয়েডর ২০ মিলিয়ন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ইয়েমেন ২৬.৯ মিলিয়ন, জিবুতি ৫ মিলিয়ন ডলার, দক্ষিণ এশিয়ার আফগানিস্তান ১০০ মিলিয়ন ডলার, ভারত ১ বিলিয়ন ডলার, পাকিস্তান ২০০ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কা ১২৮ মিলিয়ন ও মালদ্বীপ ৭.৩ মিলিয়ন ডলার ঋণ সহযোগিতা পাবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৯০-কোটি-ডলার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ