Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ২ ব্যক্তিকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ

শ্রীনগর(মুন্সীগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৬:২৯ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ২ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন, শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব হাসাড়গাঁও গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোকাজ্জল হোসেন (৪৫) ও অপর ব্যক্তি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কল্লানপুর গ্রামের সৃজন মিয়ার ছেলে শিমু (২৩)। এদের মধ্যে মোকাজ্জল কৃষি কাজ করেন এবং শিমু এক ঠিকাদারের অধিনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করে থাকে। এ ব্যপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ রেজাউল ইসলাম জানায়, এ দুই ব্যক্তি জ¦র, সর্দিকাশি ও গলাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের কোভিড-১৯ পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ