বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অহেতুক বাইরে ঘোরাফেরা করার দায়ে ১০ শিক্ষার্থীকে অন্যরকম দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাদের অর্থদণ্ড না দিয়ে বই পড়ার নির্দেশ দেন।
অভিযানের সময় এসব শিক্ষার্থী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আড্ডা দিচ্ছিলেন।
তবে সরকারি নির্দেশনা অমান্য করে আড্ডা দেয়ায় একই অভিযানে আরও ১১ যুবককে এক হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১০ শিক্ষার্থীকে স্থানীয় বঙ্গবন্ধু পাঠাগার থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইসহ অন্যান্য বই দিয়ে তা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকে পড়ার নির্দেশনা দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।