বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে সাভার থমথমে। পুলিশ, সেনাবাহিনী কিছু সময় পরপরই টহল দিচ্ছে। মাইকিং করে সকলকে ঘরে থাকতে বলা হচ্ছে। এতো কড়াকড়ির মধ্যেও কোন প্রয়োজন ছাড়াই ঘর থেকে বেরিয়ে জরিমানা গুনতে হচ্ছে অনেককেই। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরিয়ে ১৫ জন ভ্রাম্যমাণ আদালতে ৯ হাজার ৫শ’ টাকা জরিমানা দিয়েছে।
গতকাল সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ডে রিকসা, অটোরিকসা ও মোটরসাইকেলে চলাচলরত লোকজনকে আটক করে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। যারা সঠিক জবাব দিতে পারছে তাদের ছেড়ে দেয়া হয়। আর যারা ঘর থেকে বাহিরে বের হওয়ার কোন কারণ বলতে পারেনি তাদের জরিমানা করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, করোনাভাইরাসের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।