Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়েসের শতকে ঘুরে দাঁড়ালো আয়ারল্যান্ড

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : উদ্বোধনী ব্যাটসম্যান এডমন্ড জয়েসের অপরাজিত শতকে (১০৫*) ভর করে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। আফগানিস্তানের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য ১৫ বল আর ৬ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় স্বাগতিকরা। আরেক ব্যাটসম্যান কেভিন ও’ব্রেইনের ব্যাট থেকে আসে ৭৫ রান। অথচ ২৯ রানে তিন উইকেট হারানোর পর মনে হচ্ছিল সিরিজের দ্বিতীয় হারের সাক্ষি হতে যাচ্ছে আইরিশরা। এর আগে মোহাম্মাদ সেহজাদের অনবদ্য ৮১ রানের ওপর ভর করে লড়াইয়ের পুজি পায় সফরকারীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে মোহাম্মাদ নবির ব্যাট থেকে। ৩টি করে উইকেট নেন ব্যারি ম্যাকার্থি ও কেভিন ও’ব্রেইন। তিন ম্যাচ শেষে সিরিজ এখন ১-১ সমতায়। বৃষ্টির কারণে প্রখম ম্যাচটি পরিত্যাক্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়েসের শতকে ঘুরে দাঁড়ালো আয়ারল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ