Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে কাপাসিয়া ও কোনাবাড়ি থেকে ২ জন গ্রেফতার

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৯:৩১ পিএম

ফেইসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে বুধবার রাতে কাপাসিয়া ও কোনাবাড়ি থেকে র‌্যাব ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে ।
জানা যায়, কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালার বাজার এলাকার আমিনুল ইসলাম বিল্লাল (৩৩) ও কোনাবাড়ি থানার হরিণাচালা বাজারের আবদুর রহমান মিলন (৪৮) তাদের ফেইজবুক আইডিতে মনগড়া ভাবে করোনা নিয়ে গুজব সৃষ্টি করছিল।
র‌্যাব-১-এর অধিনায়ক কর্নেল শফিউল্লাহ বুলবুল জানান, আটককৃত ২ জন সহ কতিপয় ব্যক্তি করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। এব্যাপারে তাদের সাইবার মনিটরিং টিম কয়েকটি আইডি শনাক্ত করে।
গ্রেফতারকৃত অভিযুক্তদের কাছ থেকে দুটি মোবাইল, গুজব সৃষ্টির নয়টি স্ক্রিনশট কপি ও সরকারবিরোধী পোস্ট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ