বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৮ মার্চ পটুয়াখালী জেনারেল হাসপাতালে থেকে জ্বর ,সর্দি,কাশি নিয়ে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করোনা ওয়ার্ডে ভর্তিকৃত জাকির হাওলাদার ২৯ মার্চ সকালে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পরবর্তীতে ২৯ মার্চ রাতে পটুয়াখালীর গলাচিপায় গ্রামের বাড়ীতে বিশ্বস্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী তাকে দাফন করা হয়। এছাড়া ও মৃত জাকির হাওলাদারের গ্রামের বাড়ী গলাচিপার বকুল বাড়িয়া ও শ্বশুর বাড়ী পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের
বাড়ী লক ডাউন করা হয়। এবং জাকির হাওলাদারের মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়।
এ দিকে আজ পটুয়াখালীর করোনা সেল ও নিয়ন্ত্রন কক্ষের দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার মো: আসাদুজ্জামান,ইনস্টিউট অফ ইপিডেমলজি,ডিজিস কন্ট্রোল এন্ড রিসাচ(আইইডিসিআর ) এর বরাত দিয়ে জানান,জাকির হাওলাদারের করোনা কভিড-১৯ নেগেটিভ রিপোর্ট প্রদান করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।