Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যাকারীর মৃত্যুদণ্ড বাতিল করে ৭ বছরের জেল দিলো পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৮:০৪ পিএম

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের মূল হত্যাকারীর মৃত্যুদণ্ড বাতিল করে ৭ বছরের জেল দিলো পাকিস্তানের আদালত। একই সঙ্গে বাকি তিন অপরাধীরও সাজা বাতিল করলো পাকিস্তান। -বিবিসি, ডয়েচে ভেলে, নিউ ইয়র্ক পোস্ট,
২০০২ সালে ঐ খুনের মূল আসামি আহমেদ ওমর সায়িদ শেখকে মৃত্যুদণ্ড দেয়ার পাশাপাশি আরও তিন জনকে যাবজ্জীবন দেয়া হয়েছিলো।
দ্য ওয়ালস্ট্রিট জার্নালের ঐ সাংবাদিককে যে আহমেদ ওমর কিডন্যাপ করেছে তা প্রমাণ করা গেলেও, তিনিই যে হত্যা করেছেন তার প্রমাণ আদালতের কাছে নেই। তাই বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ হাই কোর্টের দুই সদস্য বিশিষ্ট বেঞ্চ পূর্বের ঘোষণাটি বাতিল করে নতুন রায়টি ঘোষণা করেন।
এদিকে খুনের দায়ে ১৮ বছর কারাগারে আছেন আহমেদ ওমর। যেহেতু বৃহস্পতিবার তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাই শিগগিরি তার জামিনও মঞ্জুর হবে।
২০০১ সালে একটি প্রতিবেদনের জন্য পাকিস্তানে ইসলামিক জঙ্গিবাদ বিষয়ক গবেষণা করতে এসে এক বছর পরেই অপহৃত হয়ে খুন হন ঐ সাংবাদিক। করাচিতে খুন হওয়ার সময় দক্ষিণ এশীয় ব্যুরো নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ