মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে প্রাণ হারানো ডাক্তারকে সিভিল অ্যাওয়ার্ড বা বেসামরিক পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। -ডন, ডেইলি পাকিস্তান, ডেইলি জাং
বুধবার দেশটির গিলগিট বালতিস্তানের গভর্নর রাজা জালাল হোসাইন মাকপুনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে জীবন দেয়া ডা. ওসামা রিয়াজ বেসামরিক পুরস্কারে ভূষিত হবেন।
গিলগিট বালতিস্তান অঞ্চলের তরুণ চিকিৎসক ডা. রিয়াজ প্রথম পাকিস্তানি ডাক্তার, যিনি দায়িত্বরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। গিলগিটে সন্দেহভাজন রোগীদের আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন তিনি।
পাকিস্তান স্বাস্থ্য বিভাগের সিনিয়র চিকিৎসক শাহ জামান বলেন, তিনি দায়িত্বের প্রতি খুবই আন্তরিক ছিলেন। কাজ শেষে অনেক রাতে বাসায় যেতেন। করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে কখনও কোনও অভিযোগ করেননি, কাজের প্রতি আন্তরিক ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।