Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকা ২৫ জন আটক, ৫৩ জনকে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৩:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির বাইরে থাকার অভিযোগে ২৫ জনকে আটক ৫৩ জনকে অর্থদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের আটক ও অর্থদ- দেয়া হয়।
সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, সকাল থেকে সদর উপাজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের কয়েকটি দল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে অবস্থানকারী ২৫ জনকে আটক করা হয়। এ সময় শতাধিক যানবাহনও জব্দ করা হয়।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে জনসমাগম করে চলাচল করায় ৫৩ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন পরিমাণ জরিমানা করে ছেড়ে দেয়া হয়। অভিযানকালে তাদেরকে বাড়ির বাইরে অপ্রয়োজনে আর বের না হওয়ার জন্য সতর্ক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ