বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়ে সেনাবাহিনী মাঠে তৎপরতা হতেই পাল্টে যাচ্ছে চিত্র। জনশূন্য হয়ে পড়েছে মহানগরীর বেশির ভাগ সড়ক। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় মানুষের আনাগোনা কমতে থাকে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসেট্রটদের নেতৃত্বে অভিযান পরিচালনাকরে সেনাবাহিনী। সেনাবাহিনী সদস্যরা কঠোর অবস্থান গ্রহণ করে মানুষকে ঘরে ফেরাতে। কয়েক টি এলাকায় অভিযান পরিচালনাকালে লোকজনকে পুলিশ লাঠিপেটা করে ঘরে ঢুকিয়ে দেয়। কাউকেই রাস্তায় এবং অলিগলিতে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যেখানে জটলা সেখানেই অ্যাকশনে যাচ্ছিল সেনাবাহিনী।
নগরীর ষোল শহরের দুই নম্বর গেট, জিইসি , দামপাড়া, এ কে খান, সেটডিয়াম পাড়া , আন্দরকিল্লা, নিউমার্কেট, চকবাজার, দেওয়ান হাট, আগ্রাবাদ সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী কঠোর এবং শক্ত অবস্থান নেওয়ার মানুষ রাস্তা থেকে অনেকটা পালিয়ে বাসা বাড়ির দিকে ছুটছে। কোনো কোনো এলাকায় লোকজনকে ঘরেই অবস্থান নিতে মাইকিং করা হয়।
মাঠ নামে পুলিশ বাহিনীর সদস্যরাও। তারাও সামাজিক বিচ্ছিন্নতা নিশ্চিত করতে কাজ করছেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনের মধ্যেও লোকজন ঘরের বাইরে আসছে। এটা ঠেকাতে চলছে অভিযান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।