Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শীর্ষে আর্জেন্টিনাই, দু’ধাপ পেছাল বাংলাদেশ

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিশ্ব ফুটবলের দু’টি জমজমাট আসর কোপা আমেরিকায় ব্যর্থতার পরও ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনাই। আর ইউরো জয়ের মধ্য দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম কোনও বড় শিরোপার স্বাদ পেয়ে র‌্যাংকিংয়ে দু’ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। র‌্যাংকিংয়ে ইউরো রানার্সআপ ফ্রান্স এক লাফে দশ ধাপ এগিয়ে সপ্তমস্থানে উঠে এসেছে। অন্যদিকে দুই ধাপ অবনমনে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৮৩ তমস্থানে। তাদের রেটিং পয়েন্ট ৮৫। ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি ৫৪ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে উঠে এসেছে ওএফসি (ওসেনিয়া ফুটবল কনফেডারেশন) ন্যাশনস কাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। মোট ২২৮টি ম্যাচ বিবেচনায় রেখে গতকাল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই র‌্যাংকিং প্রকাশ করে।
র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচটি অবস্থান অপরিবর্তিত রয়েছে। ১৫৮৫ রেটিং পয়েন্টে সবার উপরে আর্জেন্টিনা থাকলেও যথারীতি দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম ও কলম্বিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির স্থান হয়েছে চার নম্বরে। চিলি তাদের আগের পঞ্চম স্থানেই রয়েছে। দুই ধাপ অবনমনে স্পেনের জায়গা হয়েছে আটে এবং নেইমারের ব্রাজিল রয়েছে নবমস্থানে। দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা পেয়েছে ইতালি।
কিন্তু সেরা দশের জায়গা হারিয়েছে উরুগুয়ে ও অস্ট্রিয়া। তিন ধাপ অবনমনে উরুগুয়ের জায়গা হয়েছে ১২তম স্থানে। অন্যদিকে ১১ ধাপ পিছিয়ে অস্ট্রিয়া ২১তম স্থানে জায়গা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীর্ষে আর্জেন্টিনাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ