বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে আগামী এক সপ্তাহ সামাজিক দুরত্ব মানা অপরিহার্য। কিন্তু রাজশাহীতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে আসছে সাধারণ মানুষ। বার বার সতর্ক করা হলেও তা মানছেন না অনেকেই। ফলে প্রতিদিনই বেলা বাড়ার সাথে সাথে নগরীজুড়ে বাড়ছে মানুষের উপস্থিতি। তবে মানুষকে ঘরমুখী করতে আজ বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে কাজ করছে সেনাবাহিনী।
রাজশাহী মেডিকেল কলেজের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ বলেন, করোনা ভাইরাস ২-১৪দিনে পর্যন্ত মানবদেহে সুপ্ত অবস্থায় থাকতে পারে। তাই ১৪দিন পর বোঝা যাবে সংক্রমিত হয়েছে কি না। এজন্য সেই হিসেবে আগামী সাতদিন খুবই সতর্ক থাকতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বলছেন, নানা অজুহাতে ঘর হতে বেরুতে শুরু করেছে মানুষ। নগরীতে অটোর সংখ্যাও বেড়েছে। তাই এ বিষয়ে আমরা কঠোর হচ্ছি।
সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও জানিয়েছেন, অহেতুক মানুষের ভীড় আমরাও লক্ষ্য করছি। এটি আর সহ্য করা হবে না। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আরো কঠোর হওয়ার পরামর্শ দেয়া হয়েছে আইন-শৃঙ্খলাবাহিনীকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।