Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচুয়ায় প্রশাসনের ব্যাতিক্রমী উদ্যোগ “দোকান যাবে বাড়ি”

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ১১:২৫ এএম

চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে “দোকান যাবে বাড়ি” কার্যক্রম চালু করেছেন। করোনা ভাইরসের সংক্রমন প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে জনগনকে বাজার গমনে নিরুৎসাহিত করতে চালু করা হয়েছে “দোকান যাবে বাড়ি” কার্যক্রম। লক-ডাউনের শুরু থেকে এ পযন্ত উপজেলা নির্বহী অফিসার দীপায়ন দাস শুভ প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা এ কার্যক্রম অব্যাহত রেখেছেন আজ ও দেখা গেছে তাদের কার্যক্রমের চিত্র। করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে বিশেষ প্রয়োজনে ব্যতিত ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন সরকার। তাই সর্বসাধারণের কাচামাল, মুদিমাল, ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে ঘর থেকে বের হয়ে বাজারে যেন যেতে না হয় সেজন্যই এ ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করে গ্রাম থেকে গ্রামে গড়িতে করে “দোকান যাবে বাড়ি” নিত্য-প্রয়োজনীয় মালামাল নিয়ে জনসাধারনের বাড়িতে হাজির হন এবং হাট-বাজারে জিবানুমুক্ত ঔষধ ছিটিয়ে জিবানু মুক্ত করে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভসহ প্রশাসনের কর্মকর্তারা। করোনা ভাইরাস আক্রমনের শুরু থেকে এ পযন্ত উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ হাট-বাজারে, গ্রামে ঘুরে ও মাইকিং করে করোনা প্রতিরোধে জন-সচেতনতা সৃষ্ঠি করেন এবং বাজারে হাট বসা বন্দ করে দেন ও সভা-সমাবেশ, দুই জন এক সাথে চলা নিসিদ্ধ করেন।



 

Show all comments
  • jack ali ২ এপ্রিল, ২০২০, ১১:৫৬ এএম says : 0
    Excellent- we need to expand his project every where in Bangladesh'
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ