Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলে চার দলের লক্ষ্য অভিন্ন

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আসন্ন জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (জেবি বিপিএল)’কে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি ও লক্ষ্য জানাতে ধারাবাহিক পরিক্রমা শুরু করেছে। এ ধারাবাহিকতায় গতকাল বিকালে বাফুফে ভবনে লিগে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে মিডিয়ার মুখোমুখী হয় চার ক্লাব। এরা হলো- বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। চার দলই জানায় বিপিএলের নবম আসরকে সামনে রেখে তাদের প্রস্তুতি ভালো হয়েছে। তাদের লক্ষ্য প্রায় অভিন্ন। সবাই চায় লিগে ভালো করতে। তবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল চায় হ্যাটট্রিক শিরোপা জয় করতে। এ লক্ষ্য পুরণে তারা নিজেদের উজার করে দেবে বলে মিডিয়াকে দলের কোচ শফিকুল ইসলাম মানিক ও অধিনায়ক ইয়াসিন খান।
বিপিএলের গেল দুই আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। নিয়ম অনুযায়ী লিগে প্রত্যেক ক্লাব বিদেশীসহ ৩৫ জন ফুটবলার নিবন্ধন করাতে পারে। কিন্তু এবার শেখ জামাল মাত্র ২২ জন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। ফলে খেলোয়াড় সংকটের চিন্তাটা ভাবিয়ে তুলেছে কোচ শফিকুল ইসলাম মানিককে। তিনি বলেন, ‘একটি দলে ১৫ থেকে ১৭ জন খেলোয়াড়ই ঘুরে ফিরে খেলে। তাই কম খেলোয়াড় নিবন্ধন করানোয় খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় আমাদের। ফুটবলাররা মাঠে ঠিক মতো পারফর্ম করতে পারলে সাফল্য পাবো। যদিও মাঝে কিছুদিন খারাপ সময় কেটেছে আমাদের। বাফুফে নির্বাচনে ক্লাবের অবস্থান ও মাঠের পারফরম্যান্সে বেশ প্রভাব পড়েছে। আস্তে আস্তে আমরা পরিস্থিতি সামলে নিয়েছি। সবাই জানেন শেখ জামাল বড় ক্লাব। খেলোয়াড়রা সংকট কাটিয়ে এখন মাঠে মনোযোগী হবে। তারা পারফরম্যান্স ভালো করলে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়। আমাদের লক্ষ্য লিগে হ্যাটিট্রিক শিরোপা জয়।’ অধিনায়ক ইয়াসিন খানের কথা, ‘এই মৌসুমে আমরা দু’টুর্নামেন্টেই শিরোপা পাইনি। এখন লিগে শতভাগ উজাড় করে খেলব। লিগের হ্যাটট্রিক শিরোপা জিতবো।’ শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন ইস্ট বেঙ্গলের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে। কিন্তু শেখ জামালের দাবি ওয়েডসনের সঙ্গে তাদের চুক্তি রয়েছে জানুয়ারি পর্যন্ত।
সাবেক ফুটবলার আবদুল কাইয়ুম সেন্টু গত দু’মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সহকারি কোচের দায়িত্ব পালন করলেও এবার রয়েছেন প্রধান কোচের আসনে। মৌসুমের দু’টুর্নামেন্টে দলকে শিরোপা জেতাতে না পারলেও লড়াইয়ে ঠিকই রেখেছিল তিনি। এবার তার মিশন বিপিএলকে ঘিরে। আসন্ন লিগে তার আশা মুক্তিযোদ্ধা শীর্ষ চারে থাকবে। লক্ষ্যপুরণে সেভাবেই কাজ করছেন সেন্টু। লিগের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘আমরা কাগজে কলমে পাঁচ কিংবা ছয় নম্বরের দল। তবে লিগে ভালো খেলে চতুর্থস্থানে থাকতে চাই।’ মুক্তিযোদ্ধায় গত মৌসুমে অন্তঃর্কোন্দল দেখা দিয়েছিল এবং আগের মৌসুমে অনুশীলন বর্জনের ঘটনা ঘটেছিল। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন বলেই জানান সেন্টু, ‘আমি শৃঙ্খলার ব্যাপারে খুব সচেতন। এখন দলে কোনো সমস্যা নেই। খুব শৃঙ্খল ভাবেই চলছে।’ অধিনায়ক সাইদুল হক বলেন,‘ বিপিএলে আমরা সম্মানজনক অবস্থানে থাকতে চাই। সেই লক্ষ্যে কোচ আমাদের প্রস্তুত করেছেন। আশা করছি নিজেদের সেরাটা দিয়ে লক্ষ্যপূরণ করবো।’
ওয়ালটন ফেডারেশন কাপে রানার্সআপ হয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবারের বিপিএলে নতুন দল আরামবাগ ক্রীড়া সংঘ। আসন্ন লিগে তারা নিজেদের পারফরমেন্স ধরে রাখতে চায়। চ্যাম্পিয়ন ফাইট না দিলেও সাফল্যের ধারাবাহিকতায় থাকতে চায় মতিঝিল ক্লাব পাড়ার দলটি। দলের প্রধান কোচ সাইফুল বারী টিটুর অনুপস্থিতিতে সহকারী কোচ শেখ জাহিদুর রহমান মিলন সাংবাদিকদের বলেন,‘আরামবাগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গঠন করেনি। আপনারা যদি বলেন আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠেছি, রানার্সআপ হয়েছি; তাই বলে প্রিমিয়ার ফুটবলেও চ্যাম্পিয়ন হবো এটা ঠিক নয়। আপনারা আরামবাগের শক্তিমত্তা সম্পর্কে অবশ্যই অবগত আছেন। তবে চ্যাম্পিয়ন হতে নয় বরং সম্মানজনক অবস্থানে থাকতে মোটামুটি মানের একটি দল গঠন করেছি আমরা। আমাদের টার্গেট ভালো ফলাফল করা। তার মানে দ্বিতীয় বা তৃতীয় স্থান।’
অধিনায়ক মিতুল হাসান বিষয়টি পরিষ্কার করতে চান, আমরা এবারের ফেডারেশন কাপে ভালো খেলে রানার্সআপ হয়েছি। বিপিএলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আর বিপিএলকে সামনে রেখে আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। এছাড়া কোচের গেম প্ল্যান অনুযায়ী আমরা খেলতে চেষ্টা করবো। অন্যান্য দলের সঙ্গে আমাদের পার্থক্য ঊনিশ-বিশ। তাই শিরোপার দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যাবো।’
ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও প্রিমিয়ার লিগে ভালো করতে চায় গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। দলের নেপালী কোচ বাল গোপাল মহারাজন বলেন, ‘আমরা লিগে প্রথম চার দলের মধ্যে থাকতে চাই। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’ তবে ব্রাদার্সের অন্যতম শংকা এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে ম্যাচ খেলা। এ বিষয়ে মহারাজনের কথা, ‘এটা কিছুটা কষ্টকর। তবে সব দল ও কোচের জন্য সমান। ব্রাদার্সের অধিনায়ক ইবায়েদ হাসান কোমল বলেন, ‘আমরা লিগে টুর্নামেন্টের চেয়ে ভালো করতে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএলে চার দলের লক্ষ্য অভিন্ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ