নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামীকাল ৩ এপ্রিল ২৫-এ পা রাখবেন তাসকিন আহমেদ। জন্মদিনের এই দিনটিতে প্রতি বছরই বাবার কাছ থেকে উপহার পান জাতীয় দলের তরুণ এই পেসার। বাবা আবদুর রশিদও তার মতো করে ছেলেকে জন্মদিনের উপহার দেবেন ভেবে রেখেছিলেন। কিন্তু ছেলে এসে আবদার করলেন ব্যতিক্রমী উপহারের। করোনাভাইরাসের সময় অর্থকষ্টে আছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। তাই নিজের জন্মদিনের উপহার হিসেবে সব ভাড়াটিয়ার এক মাসের ভাড়া মাফ করে দিতে বাবাকে অনুরোধ করেন তাসকিন। ছেলের এ মানবিক আবদার ফেলতে পারেননি বাবা আবদুর রশিদ।
তাসকিনের বাবা আবদুর রশিদ বলছিলেন, ‘তাসকিন এসে বলল, বাবা প্রতি বছরই তুমি আমার জন্মদিন উপলক্ষে কিছু না কিছু দাও। তুমি যত ভাড়াটিয়া আছে, তাদের এক মাসের ভাড়া নিয়ো না তারপর সবাইকে জানিয়ে দিলাম এবার তাদের ভাড়া দিতে হবে না।’
অঅগের দিন আবার নিজ উদ্যোগে দুস্থদের সহায়তা করছেন তাসকিনের বাবা। সমাজের অন্য সামর্থ্যবানদের উৎসাহিত করার জন্যই বেশ ঘটা করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন রশিদ, ‘এসব করে সবাইকে দেখানোর উদ্দেশ হচ্ছে সবাইকে উৎসাহিত করার জন্য। সবাই যেন এগিয়ে আসে। সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।