নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের কিংবদন্তি স্কোয়াশ খেলোয়াড় আজম খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত সপ্তাহে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে লন্ডনের ইলিং হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। ৯৫ বছর বয়সী আজম খানের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত চারবার ব্রিটিশ ওপেন জেতেন আজম খান। শুধুমাত্র পাকিস্তানের নয়, আজম খানকে বিশ্বের সর্বকালের সেরা স্কোয়াশ খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬২ সালে জীবনের সব থেকে বড় ধাক্কা খান আজম খান। তার ১৪ বছরের ছেলে মারা যায়। এই ধাক্কা সামলে উঠলেও কেরিয়ারের শেষদিকে চোটে জর্জরিত হয়ে পড়েন। আর তাই আগে ভাগেই অবসর ঘোষণা দেন। ১৯৫৬ সাল থেকেই ব্রিটেনে থাকেন আজম খান। জীবনের শেষের দিকে পাকিস্তানে ফেরার ইচ্ছা থাকলেও আর ফিরতে পারেননি এই কিংবদন্তি।
এদিকে ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে গতকাল পর্যন্ত ২৫ হাজার ১৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭৮৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।