Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যশোরে হোম কোয়ারেন্টানে ২৩৮৩, যশোর হাসপাতাল থেকে ঢাকা ও খুলনায় রেফার্ড ২জনকে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ২:১৪ পিএম

যশোরে গত ২৪ঘন্টায় ২২জনসহ বুধবার ১২টা পর্যন্ত ২হাজার ৩শ’ ৮৩জন হোমকোয়ারেন্টানে রাখা হয়েছে। হাসপাতাল কোয়ারেন্টানে থাকা ২ মহিলাকে খুলনা ও ঢাকা রেফার্ড করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩জনকে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর থেকে ২জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। তিনি জানান, যশোরের পরিস্থিতি এখনো পর্যন্ত মোটামুটি ভালো।

স্বাস্থ্য বিভাগ জানায়, সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সহায়তায় স্বাস্থ্যবিভাগ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যখাযখ ব্যবস্থা নিয়েছে। জেলায় যে ৫হাজার বিদেশ ফেরত ব্যক্তির তালিকা রয়েছে। তাদের খোঁজে চেষ্টা চলছে। বিদেশ ফেরতদের যাদের সনাক্ত করা গেছে তাদের বাড়ির সামনে টাঙানো হয়েছে লালপতাকা। সতর্ক ও সচেতনতার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোম কোয়ারেন্টাইন

১ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ