Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকা প্রবাসী কক্সবাজারের ডাক্তার আতাউল করোনা মুক্ত

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১২:০৪ পিএম

করোনা রোগীকে চিকিৎসা দিতেগিয়ে নিজেই করোনা আক্রান্ত হওয়া আমেরিকা প্রবাসী কক্সবাজারের কুতুবদিয়ার কৃতিসন্তান ডা. আতাউল ওসমানী করোনা মুক্ত হয়েছেন বলে জানা গেছে।

তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। দীর্ঘদিন আমেরিকা প্রবাসী ডা. আতাউল ওসমানী স্বপরিবারে আমেরিকা বসবাস করে আসছেন। সেখানে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন আতাউল ওসমানী। নিজের ক্লিনিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর চিকিৎসা দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন এই চিকিৎসক।

জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি ডা. ফজলুল হকের ছোট ভাই তিনি। অসুস্থ হওয়ার পর নিজের ক্লিনিকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তাকে আইসোলেশনের রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

কুতুবদিয়ার স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ডা. আতাউল ওসমানী কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরং মালেক শাহ দরবার এলাকার মৃত জাফর আহমদ সিকদারের পুত্র। তারা আট ভাই রয়েছেন। সবাই আমেরিকা প্রবাসী। তারা সবাই আমেরিকা নিউয়র্ক শহরের বাস করেন।

তারা কয়েক বছর অন্তর দেশে আসা-যাওয়া করেন। তবে ডা. আতাউল ওসমানী খুব কম আসেন। চিকিৎসা পেশার ব্যস্ততার কারণে তাঁর দেশে আসা হয় না বলে আত্মীয়রা জানিয়েছেন।

ডা. আতাউল ওসমানী দীর্ঘ ৩০ বছর ধরে স্বপরিবারে আমেরিকায় বসবাস করছেন। সেখানে কয়েকজন মিলে গড়ে তুলেছেন একটি ক্লিনিক। সেখানে পেশাদার চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন কুতুবদিয়ার কৃতিসন্তান এই গুণী চিকিৎসক।

আতাউল ওসমানী একজন জনপ্রিয় শিল্পী ও সংগঠক হিসাবে তাঁর সুখ্যাতি রয়েছে। সাম্প্রতিক সময়ে ইউটিউবে সাড়া জাগানো ইসলামী গান “যাদের হৃদয়ে আছে আল্লাহ’র ভয়, 'তারা কভু পথ ভুলে যায় না” সহ বহু ইসলামী গান গেয়েছেন তিনি।

তাঁর স্বজনদের মাধ্যমে ডা আতাউল দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তাঁর রোগ মুক্তির জন্য যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।



 

Show all comments
  • আব্দুল মতিন ২ এপ্রিল, ২০২০, ৫:৪৮ পিএম says : 0
    আপনার জন্য অনেক অনেক দোয়া করছি। আল্লাহতায়ালা আপনাকে যেন সবসময় হেফাজতে রাখে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ