Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ঘরে ঘরে খাবার পৌঁছাতে হবে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

জমায়েত না করে তালিকা ধরে অসহায়দের ঘরে ঘরে সরকারি খাদ্য সহায়তা দ্রæত পৌঁছে দিতে কাউন্সিলরদের প্রতি আহŸান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় মেয়র বলেন, খাদ্য সহায়তা দেওয়ার নামে অস্বচ্ছলদের জড়ো করা যাবে না। এতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলেও সর্তক করেন মেয়র। সবাই যাতে সমানভাবে সাহায্য পান তাও নিশ্চিত করতে বলেন তিনি।
এদিকে ইউএনডিপি, ইউকেএইড-এর আর্থিক সহায়তায় নগরীর ২০টি ওয়ার্ডের ৩৮৪টি স্পটে হাত ধোয়ার পয়েন্ট হস্তান্তর করেন মেয়র। এ পয়েন্টগুলোতে থাকছে সাবান, পানির ট্যাঙ্ক ও বালতি। প্রায় ৭৫ হাজার উপকারভোগীকে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হবে। এছাড়া চসিকের উদ্যোগে অবশিষ্ট ২১ টি ওয়ার্ডে ৩শত টি স্পটে হাত ধোয়ার পয়েন্ট স্থাপন করা হবে। এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ