প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক বেশ কটি গান হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘যাইনা চলেন মাইনা চলেন’ শিরোনামের গান ও ভিডিওটি। আহম্মেদ হুমায়ূনের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুদ্দুস বয়াতি। এর ভিডিও নির্মাণ করেছে সিনেবাজ কোম্পানি। বিশ্বের অন্যতম এনজিও ব্র্যাক-এর প্রযোজনায় গান-ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ভিডিও শেয়ারিং সাইটে প্রকাশ পেয়েছে। শুধু ব্র্যাক-এর ফেসবুক পেইজ থেকে গানটি শেয়ার হয়েছে ৪৭ হাজারেরও বেশি। পড়েছে প্রায় ৬ হাজার কমেন্ট। গানটির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের বার্তা দিয়েছেন কুদ্দুস বয়াতি। গানটির সফলতায় উচ্ছ¡সিত সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। তিনি বলেন, ‘সারা বিশ্বেই এখন করোনাভাইরাস আতঙ্ক। এই আতঙ্ক রোধ ও ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসছে অনেক প্রতিষ্ঠান ও শিল্পী। এই গানটির মাধ্যমে আমিও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। খুব ভালো লাগছে গানটি প্রকাশের পর তুমুল সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার মানুষ এটি শেয়ার দিচ্ছে, প্রশংসা করছে। গানটি শুনে অল্প কিছু মানুষও যদি করোনাভাইরাস থেকে নিজেকে দূরে রাখতে পারে- সেটাই হবে আমাদের বড় সার্থকতা।’ কুদ্দুস বয়াতিকে নিয়ে গানটি তৈরি করা প্রসঙ্গে এই তরুণ সংগীত পরিচালক আরও বলেন, ‘তার সঙ্গে গান করার অভিজ্ঞতাটাও দারুণ। মানুষ হিসেবে তিনি অসাধারণ। আর শিল্পী হিসেবে তো তাকে মূল্যায়নের সুযোগই আমার নেই। ধন্যবাদ ব্র্যাক এবং সিনেবাজ কোম্পানিকে, আমাকে কাজটি করার সুযোগ দেওয়ার জন্য।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।