প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নেটফ্লিক্সে এনিমেটেড সিরিজ হয়ে উড়বে ‘অ্যাংরি বার্ডস’।
জনপ্রিয় ভিডিও গেমের চরিত্র নিয়ে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ‘অ্যাংরি বার্ডস : সামার ম্যাডনেস’ নামে ৪০ পর্বের একটি সিরিজ নির্মাণের জন্য নির্মাতার সঙ্গে চুক্তি করেছে। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ১১ মিনিট করে। ‘দ্য অ্যাংরি বার্ডস’ চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজ অনুপ্রাণিত সিরিজটিতে কমেডি আর মূল চলচ্চিত্রের আবহ থাকবে বলে জানা গেছে। মূল গেমের ফিনল্যান্ডের প্রযোজক রোভিও এন্টারটেইনমেন্ট অ্যান্ড কিডসের প্রডাকশন হাউস কেইক এই সিরিজ প্রযোজনা করবে। ২০২১ সালের কোনও এক সময় এই সিরিজের প্রচার হবে। ২০১৮’র অক্টোবর থেকে ‘অ্যাংরি বার্ডস’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। নতুন এই সিরিজে রেড, বম এবং চাক তো থাকবেই তার সঙ্গে তাদের কিছু পাখি বন্ধুও যোগ দেবে। মাইটি ঈগলের নেতৃত্বে তারা সামার ক্যাম্পে যোগ দেবে। সেখানে থাকবে তাদের অদ্ভুত সব কার্যকলাপ আর পাগলামি অ্যাডভেঞ্চার। লেকের অন্য পাড় থেকে পিগদের তাড়ানোর অ্যাডভেঞ্চার থাকবে বলে জানা গেছে। নেটফ্লিক্সের অরিজিনাল এনিমেটেড সিরিজের পরিচালক কার্টিস লেলাস বলেছেন, “ অ্যাংরি বার্ড সারা বিশ্বে শিশুদের জন্য এক ফেনোমেননে পরিণত হয়েছে, নেটফ্লিক্সে তাদের আনতে পেরে আমরা রোমাঞ্চিত এখানে তারা আরও অ্যাংরি আর বার্ডি হবে।” দুটি ‘অ্যাংরি বার্ডস’ চলচ্চিত্র ২০১৬ আর ২০১০ সালে মুক্তি পেয়ে ৫০০ মিলিয়ন ডলার আয় করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।