Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট শ্বাসকষ্টে মৃত কিশোরীর করোনা পরীক্ষার দরকার নেই

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ৭:১০ পিএম

শ্বাসকষ্টজনিত রোগে ভুগে এক কিশোরী মারা গেছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে । সেই কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা, তা জানতে তার রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা সংগ্রহ করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় আক্রান্ত ছিল না ওই কিশোরী । সেকারনে শরীরের প্রয়োজনীয় নমুনা টেস্ট করার প্রয়োজনও নেই তার। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনে ভর্তি করা হয় বালাগঞ্জের ১৬ বছরের ওই কিশোরীকে। পরে বেলা ২টার দিকে সে মারা যায়। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ‘নিহত কিশোরীর পরিবারিক সদস্যদের দাবী প্রায় দুই মাস ধরে সে শ্বাসকষ্টে ভোগছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষনে কিশোরীর শরীরে পানি ছিল। তার ফুসফুসেও পানির উপস্থিতি ছিল। সব দেখে এটা করোনাভাইরাসের কোনো কেস নয় বলে অভিমত দিয়েছেন চিকিৎসকরা। ওই কিশোরীর জানাজা বা দাফন স্বাভাবিকভাবেই করা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ