Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

৫ হাজার কিট নিয়ে করোনা পরীক্ষার যাত্রা হবে সিলেট ওসমানী হাসপাতালের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ৩:৩৯ পিএম

করোনা ল্যাব তৈরীর কাজ চলছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সোমবার করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জাম হাসপাতালে এসে পৌঁছেছে। সোমবার সকালে ঢাকা থেকে প্রশিক্ষিত লোকজন মেশিনটি নিয়ে এলে সেটি গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান। পরে সকাল থেকেই শুরু হয় মেশিন স্থাপন ও ল্যাব তৈরির কাজ। এই ল্যাব সম্পূর্ণ প্রস্তুত হতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়। সংশ্লিষ্ট সূত্র মতে, করোনা পরীক্ষার জন্য শুরুতেই ওসমানী হাসপাতালে ৫ হাজার কিট থাকবে। এরমধ্যে ৫০০ কিট মেশিনের সাথেই চলে এসেছে। আর বাকি সাড়ে ৪ হাজার কিট শিঘ্রই হাসপাতালে এসে পৌছাবে। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমনের পর থেকে পরীক্ষার ল্যাব না থাকায় প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছিল। কেননা সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পাঠানো ঢাকায়। পরীক্ষা শেষে রিপোর্ট আসতে সময় লাগে ২-৩ দিন। এরমধ্যে ঢাকার বাইরে তিনটি স্থানে করোনা পরীক্ষার ল্যাব তৈরির সিদ্ধান্ত নেয় আইইসিডিআর। কিন্তু ঢাকার বাইরে যে তিনটি স্থানে ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হয় সেই তালিকায় ছিল না সিলেট। এসব খবর পৌঁছায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে। এরপরই সিলেটে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের প্রক্রিয়া শুরু করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলে ব্যবস্থা করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের। আর মাত্র ২-৩দিনের মধ্যেই সিলেটে শুরু হবে করোনা পরীক্ষা। ফলে আর সন্দেহভাজন রোগীদের নমুনা পাঠানো লাগবে না ঢাকায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সুত্র জানায়, কলেজের অধ্যক্ষ প্রফেসর ময়নুল হকের তত্ত্বাবধানে ল্যাব স্থাপনার কাজ চলছে। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের বেশ কয়েকজন শিক্ষক আগে থেকেই এ বিষয়ে ট্রেনিং প্রাপ্ত। পুরো মেশিনারিজের মধ্যে ২৯টি বিভিন্ন ধরনের ট্যাকনিক্যাল আইটেম রয়েছে। ডায়াগনস্টিক যে কিট সাথে রয়েছে তা দিয়ে একবারে পরীক্ষা করা যাবে।২০০ এর অধিক নমুনা



 

Show all comments
  • *হতদরিদ্র দীনমজুর কহে* ৩১ মার্চ, ২০২০, ৬:৫৮ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ।অতিদ্রুত বরিশালে ও ব্যাবস্থা নিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ