Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইরাসের চেয়ে সংহতি বেশি সংক্রামক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

নভেল করোনাভাইরাস মোকাবিলায় সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার ক্যাম্পেইনে সমর্থন জানিয়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় অন্যদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। ব্রাজিলের কয়েকজন তারকা মিলে একটি তহবিল জোগাড়ের ক্যাম্পেইন শুরু করেছেন। সেখানে টিভি ব্যক্তিত্ব যেমন আছেন, তেমনি ক্রীড়া জগতের নক্ষত্ররাও আছেন।

অসহায় মানুষদের সরাসরি অথবা কোনো সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অর্থ দেয়া যাবে। এই ক্যাম্পেইনে নেইমার ঠিক কত টাকা দেবেন সেটি স্পষ্ট করে বলেননি। ‘ভাইরাসের চেয়ে সংহতি বেশি সংক্রামক’- ভিডিও বার্তায় এভাবে মানুষকে এগিয়ে আসতে বলেন পিএসজি তারকা, ‘সবাইকে এক হয়ে ভাইরাস মোকাবিলা করতে হবে।’

করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার পর নেইমার পিএসজি থেকে ব্রাজিলে নিজের বাড়িতে চলে যান। সেখানেই এখন সময় কাটছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাজিলে ৪ হাজার ২৫৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩৬ জন। সেরে উঠেছেন মাত্র ৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ