গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ঝুঁকিপূর্ণ পণ্যের খোঁজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রেইট ইউনিটের কুরিয়ার শাখায় গতকাল কাস্টমসের সহযোগিতায় অভিযান চালিয়েছে র্যাব। নাশকতার আশঙ্কায় র্যাব এ অভিযান চালায়।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ বিশেষ তল্লাশি অভিযান শুরু করে বিকেল ৫টা পর্যন্ত চলে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, সম্প্রতি বিভিন্ন দেশে অনলাইনে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পোস্টাল ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘœকারী বিভিন্ন পণ্য পরিবহনের গোপন তথ্য পাওয়া গেছে। সেজন্য পরিচালিত এ বিশেষ অভিযানে এশিয়া মহাদেশের প্রায় ৩৩টি দেশ থেকে আসা পার্সেলগুলোয় ঝুঁকিপূর্ণ পণ্যের খোঁজে র্যাবের ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি করা হচ্ছে। অধিদপ্তরের যুগ্ম কমিশনার শফিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযান শেষে এ বিষয়ে ব্রিফ করা হয়। তবে কোন ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছে কি না তা সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।