গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীতে অবস্থানকারী ৭৮ বিদেশীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাদের নিরাপত্তায় সতর্ক রাখা হয়েছে পুলিশ ও র্যাব সদস্যদের। সাধারণ ও কর্মজীবী বিদেশীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদেরও সার্বক্ষণিক সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঢাকার গুলশানে জঙ্গি হামলায় ১৭ বিদেশী নিহতের পর এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখার আলম জানান।
তিনি জানান, এটা একটি চলমান প্রক্রিয়া। বিদেশীদের নিরাপত্তা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তারপরও দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে আমরা বিদেশীদের সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছি। আমরা তাদেরকে আমাদের মোবাইল ফোন নম্বর দিচ্ছি। এছাড়া তারা যেসব এলাকায় যাচ্ছেন বা যাবেন সেসব এলাকায় গোয়েন্দাদের নজরদারীও বৃদ্ধি করা হচ্ছে। পুলিশের দুটি সূত্র জানায়, রাজশাহী শহরে ৫৪জন বিদেশী নাগরিক অবস্থান করছে। এছাড়া ৯ উপজেলায় আছেন আরও ২৪জন। এই ৭৮জন বিদেশীর নিরাপত্তা নিশ্চিত করতে কিছুদিন আগেই পুলিশের ওপর বিশেষ নির্দেশ এসেছে। প্রতিটি থানায় থানায় এ বার্তা পৌছে দেয়া হয়েছে। এছাড়া যেসব বিদেশী শিক্ষার্থী রাজশাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখানেও বৃদ্ধি করা হয়েছে পুলিশি প্রহরা।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী রাজশাহীতে অবস্থানকারী ৭৮ বিদেশীর বেশীরভাগ বিভিন্ন বেসরকারী কোম্পানী ও এনজিও’র হয়ে কাজ করেন। কাজের জন্য তাদের বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে হয়। তাই তারা যে এলাকায় অবস্থান করেন সেসব এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে চলাফেরার ক্ষেত্রে বিদেশীদের নিজেদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয় হয়েছে। একা একা কিংবা রাতের বেলা চলাচল না করার জন্য তাদেরকে অনুরোধ জানানো হয়েছে।
রাজশাহীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বিদেশী নাগরিকদের নিরাপত্তায় সর্ব্বোচ গুরুত্ব দেয়া হচ্ছে। কেননা রাজশাহী অঞ্চলে বিভিন্ন জঙ্গিসংগঠনের তৎপরতার তথ্য বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসছে। আমরা আর একাটও অঘটন দেখতে চাইনা। বিদেশীদের সার্বিক নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ টিম মাঠে কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।