Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কান্নায় ভেঙে পড়লেন কণিকা, যেতে চান সন্তানদের কাছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ৩:৩৩ পিএম

টানা ১০ দিন হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় গায়িকা কণিকা কাপুর। চতুর্থবারের পরীক্ষার রিপোর্টও এসেছে পজিটিভ। ফলে করোনায় আক্রান্ত কণিকাকে নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে তার পরিবারের।

এদিকে চতুর্থবারের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় মনের দিক থেকে ভেঙে পড়েছেন কণিকা কাপুর। কবে হাসপাতাল থেকে বের হতে পারবেন, তা নিয়ে চিন্তা করছেন। তবে খুব শিগগিরই হাসপাতাল থেকে বেরিয়ে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে চান। যেতে চান নিজের সন্তানদের কাছে। করোনার কবল থেকে মুক্ত হওয়ার পরই নিজের সন্তানদের কাছে ফিরতে চান বলে কান্নায় ভেঙে পড়েন কণিকা কাপুর।

ভক্তদের উদ্দেশ্য করে কণিকা বলেন, হাসপাতালে ভর্তি থাকাকালীন যেভাবে ভক্তদের ভালবাসা তিনি পেয়েছেন, তাতে আপ্লুত। এভাবেই যেন ভক্তরা সব সময় তার সঙ্গে থাকে বলেও আশা প্রকাশ করেন কণিকা কাপুর।

এদিকে গত ৯ মার্চ লন্ডন থেকে ফেরার পর বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের সঙ্গে পার্টি করেন রাজস্থানের প্রাক্তন মু্খ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিদ্ধিয়া এবং তার ছেলে। কণিকার রিপোর্ট পজিটিভ আসার পর নিজে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যান বসুন্ধরা। এরপরই তার করোনা পরীক্ষা করা হয়। তবে তার রিপোর্ট নেগেটিভ আসে বলেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান বসুন্ধরা রাজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ