Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যামেরনের আবেদন

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংস্পর্শে রাখার জন্য উত্তরসূরি  তেরেসা মের কাছে আবেদন জানিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রেক্সিট অর্থাৎ ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর গুরুদায়িত্ব নিয়ে তেরেসা মে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চললেও গত বুধবার তাকে এমন আহ্বানই জানালেন ক্যামেরন। গত ২৩ জুনের গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পরপরই হতাশ হয়ে পদত্যাগের ঘোষণা দেন ইইউ এর পক্ষে প্রচার চালানো ডেভিড ক্যামেরন। ব্রেক্সিটের রায়ে বৃহত্তর ঐক্যের জন্য ইউরোপের প্রচো মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে এবং ইউরোপজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গত বুধবার চূড়ান্তভাবে প্রধানমন্ত্রীপদে ইস্তফা দেওয়ার আগে পার্লামেন্টের শেষ বক্তব্যে ক্যামেরন বলেন, বাণিজ্য, সহযোগিতা এবং নিরাপত্তার ব্যাপারে উপকৃত হওয়ার জন্য আমাদের উচিত ইউরোপীয় ইউনিয়নের সংস্পর্শে থাকার চেষ্টা করা, আমার উত্তরসূরিকে আমি এ পরামর্শই দিচ্ছি। একবার ইইউ থেকে বেরিয়ে গেলে এ চ্যানেল আর প্রসারিত থাকবে না। আর এখানেই একজন দক্ষ নেতৃত্ব আমাদের দরকার। পার্লামেন্টে বক্তব্য দেওয়ার পর বাকিংহাম প্রাসাদে গিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র দিয়ে আসেন ক্যামেরন। বিবিসি।



 

Show all comments
  • ashique ১৫ জুলাই, ২০১৬, ২:৩৫ পিএম says : 0
    ami tar kothar sathe akmot
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যামেরনের আবেদন

১৫ জুলাই, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ