বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাস সন্দেহে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে এক অটোরিকশা চালকের বাড়ী লাল পতাকা দিয়ে চিহিৃত করেছে উপজেলা প্রশাসন। একই সাথে ওই বাড়ীসহ আশপাশের ৪টি বাড়ী লকডাউন করা হয়েছে। হোমকোয়ারেন্টাইনে রয়েছে অটোচালকের পরিবারের ৪ সদস্যসহ ৪টি বাড়ীর সবাই।
রোববার দুপুরে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান ৪টি বাড়ী লকডাউন ঘোষণা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, একজন অটোরিকশা চালক গতকয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে তার বাড়ীতে গিয়ে উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে তার বাড়ী লাল পতাকা দিয়ে চিহিৃত এবং তার আস-পাশের লোকজন সর্তকে থাকার জন্য আরও তিনটি বাড়ীসহ মোট চারটি বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকুল হাসান জানান, গত দু’দিন আগে জ্বর নিয়ে ওই অটোরিকশা চালক রাতে স্থানীয় একটি চেম্বারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাব্বিরের কাছে আসেন। তিনি গত ছয়দিন যাবত সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন বলে জানিয়েছেন। পরে ডাক্তার সাব্বির তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বললে তিনি হাসপাতালে না গিয়ে বাড়ী থাকেন। স্থানীয় এলাকাবাসীর দেওয়া তথ্যে ভিত্তিতে রোববার দুপুরে উপজেলা ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা তার বাড়ীতে যান। সেখান থেকে ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে রোববার বিকেলে জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) চট্টগ্রামের এ পাঠানো হয়েছে। আগামী তিন দিন পর নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তার শরীরে করোনা আছে কিনা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।